Dr. Neem on Daraz
Victory Day

নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান


আগামী নিউজ | রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০১:১২ পিএম
নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান

রাঙ্গামাটিঃ বুড়িঘাট উচ্চ বিদ‍্যালয়ে সকাল ১০.০০ টায় মঙ্গলবার (৮ই ফেব্রুয়ারি ) আশিকা ও ইউএনডিপির আয়োজনে মাধ‍্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এসময় ৭০ জন শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য ও শিক্ষা বিস্তার, বাল‍্যবিবাহ, নারীর ক্ষমতায়ন এবং ঝরে পরা শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কে বিশেষ জ্ঞানের ধারণা দেওয়া হয়েছে।

এসময় বক্তব্যে বক্তারা করোনা মহামারি ভাইরাস সম্পর্কে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করেন। উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরন করার মাধ্যমে ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে, পার্বত‍্যঞ্চলে নারীরা অনেক পিছিয়ে রয়েছে,তাই আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, আশিকা কর্মী রিতা চাকমা,শান্তি প্রিয় চাকমা,বুড়িঘাট পূর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সভাপতি মো: কবির হোসেন, বুড়িঘাট ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস‍্য খুলনা দেবী খীসা, মিজানুর রহমান মেম্বার ৬নং ওয়ার্ড বুড়িঘাট, বুড়িঘাট উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু চাকমা, নিথোয়াই মারমা (কার্বারী) এবং স্থানীয় স্বাস্থ্য কর্মী তহমিনা আক্তার (রুমি)।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে